আনোয়ার সাদাত পাটোয়ারী রিপন (জেলা প্রতিনিধি): লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নে বড়খাতা কেন্দ্রীয় এতিমখানার ৭জন হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান করা হয়।
৬ জানুয়ারী সোমবার সকালে পাগড়ি প্রদান অনুষ্ঠানে মোয়াজ্জেম হোসেন বাবুলের সভাপতিত্বে এতিমখানার-২০১৯ খ্রিষ্টাব্দের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন মোজাফ্ফর হোসেন এবং বার্ষিক হিসাব বিবরনী প্রকাশ করেন এতিমখানার কোষাধ্যক্ষ লুৎফর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, লালমনিরহাট জেলার ৫ বারের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজ কর্মী ও রংপুর বিভাগের ৪ বারের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজ কর্মী মাহমুদুল হাসান সোহাগ এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বড়খাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল, আলহাজ্জ্ব প্রফেসর নূরুল ইসলাম, আলহাজ্জ্ব ইঞ্জিনিয়ার ওসমানগনি ও নওশের আলীসহ প্রমূখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়খাতা এতিম খানার হাফেজ ছাত্রগণ, অন্যান্য শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসী ও অভিভাবকবৃন্দ।