আবু বক্কর সিদ্দিক, ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের ৩০বছর পূর্তি উপলক্ষে কেক কর্তন,র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ১১টায় ঘোড়াঘাট থানা প্রেসক্লাব কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন আমন্ত্রিত অতিথিগন। প্রেসক্লাবের সভাপতি মোখলেছুর রহমান সওদাগরের সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহন করেন, সাবেক পৌর প্রশাসক দেলজার হোসেন বিল্লু, সাবেক চেয়ারম্যান মাহমুদুল রহমান ভোলা ঘোড়াঘাট পৌর প্যানেল মেয়র আব্দুল কাদের,ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান ভূটটো,সাপ্তাহিক কাটাখালীর সম্পাদক ও গোবিন্দগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন।শুরুতেই স্বাগত বক্তব্য দেন,প্রেসক্লাবের সাধারন সম্পাদক হাফিজার রহমান হাবিব। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উস্থিত ছিলেন,সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক,দপ্তর সম্পাদক নুরনবি মিয়া,প্রচার ও প্রকাশন সম্পাদক শাহ আলম,সদস্য আব্দুর রহিম সরকার,আব্দুর রউফ ও রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক জালাল খান বকুল। অনুষ্ঠানের শুরুতেই প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিগনসহ একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।