এম নজরুল ইসলাম,তালা সাতক্ষীরাঃ
ফসলি জমি জেগে না ওঠায় বোরো মৌসুমের বীজতলা প্রস্তুত করতে পারছে না তালা ডুমুরিয়ার শালতা নদী তীরবর্তী গ্রামের কৃষকরা। ফলে এবার শালতা পাড়ের প্রায় ২০ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়ছে।
শম্ভুক গতিতে চলছে সাতক্ষীরার তালার পশ্চিম শালতা নদীর খনন কাজ। বর্ষা মৌসুমে নদী খনন বন্ধ রাখলেও খনন বাঁধ (ক্রসড্যাম) অপসারণ করা হয়নি, ফলে ঘূর্ণিঝড় বুলবুলের সময় প্রবল বৃষ্টি এবং নদীর উপচে পড়া পানি সরতে না পারায় দীর্ঘ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
তালা উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. আবু জাফর বলেন, ‘যত দ্রুত শালতা নদীর খনন হবে তাতে কৃষকদের উপকার হবে। ধান লাগাতে হবে। অন্যথায় শালতা নদী তীরবর্তী এলাকায় প্রায় ২০ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ করা যাবে না।
এলাকাবাসী জানায়, খননকৃত মাটি ১০ ফুট দূরের বদলে খনন স্থলেই স্তূপ করে রাখা হচ্ছে। যা বর্ষা মৌসুমে ধুয়ে আবারও নদী ভরাট হবে।
শালতা সংলগ্ন ঘের মালিক তালা উপজেলার হাজরাকাটি গ্রামের কোহিনুর ইসলাম জানান, তার ৫০০ বিঘার ঘের এখনো পর্যন্ত পানির নীচে। মাছিয়াড়া গ্রামের শহিদুল গাজী, হাজরাকাটির লুত্ফর শেখ, সাহেব আলী , আহাদ বিশ্বাস, ইয়াছিন সরদার, আলাউদ্দিন শেখ, মোসলেম শেখসহ অনেকেই জানান, কোলাচ বিলসহ শালতা পাড়ের হাজার হাজার মত্স্য ঘের বুলবুল ঝড়ে ভেসে যায়। এখন পর্যন্ত পানি না সরায় ১৬ নম্বর পোল্ডারের কমপক্ষে ২০ হাজার হেক্টর জমির বোরো সম্ভব হবে না।
শালতা রিভার বেসিন কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ইমান আলী জানান, এবার আমন আবাদও করতে পারেনি শালতা পাড়ের মানুষ।
খলিলনগর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু বলেন, নদী খননে ধীরগতি হওয়ায় শালতা পাড়ের ২০ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে।
কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম জানান, পানি সরানোর বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি, দ্রুত ব্যবস্থা না নিলে এলাকার মানুষ একটি ফসলও ঘরে তুলতে পারবে না।
খুলনা পানি উন্নয়ন বোর্ডের এস ডি ই মিজানুর রহমান জানান, অভ্যন্তরীণ ছোটো নদী, খাল এবং জলাশয় পুনঃখনন প্রকল্পে দুর্নীতি করার সুযোগ নেই। আর পানি সরাতে হলে তো নদী কাটা বন্ধ রাখতে হবে।
খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম জানান নির্ধারিত সময়ে খনন কাজ শেষ করা হবে এবং চ্যানেল কেটে পানি নিষ্কানের ব্যবস্থা করার চেষ্টা করা হবে।