মামুন সাতক্ষীরা প্রতিনিধিঃ
তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। পাশাপাশি ৬নং নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তারের নিজ উদ্যোগে ফল প্রকাশ অনুষ্ঠানে প্রত্যেক শ্রেণীতে ১ম, ২য় ও ৩য় রোল হওয়া চাত্র-ছাত্রীসহ তাদের অবিভাবকদের পুরস্কৃত করা হয় এবং সহকারি শিক্ষিকা পারভীন সুলতানার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
যথাক্রমে ফল প্রকাশ হওয়া প্রতিষ্ঠান গুলো হচ্ছে, নগরঘাট বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়, চকারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুমনডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাপাসডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিঠাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর মিঠাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুড়নগোয়ালপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রহমতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেড়াডাঙী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উক্ত ফল প্রকাশ ও পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সভাপতি সাইদুল আলম বাবলু। আরো উপস্থিত ছিলেন, সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ।