আনোয়ার সাদাত পাটোয়ারী রিপন .জেলা প্রতিনিধি. সবুজ বাংলা নিউজ :
লালমনিরহাট জেলার হাতীবান্ধায় বড়খাতা কলেজ গেট এলাকায় আকবর হোসেন কিন্ডার গার্টেন এন্ড স্কুল এর শুভ উদ্বোধন করেন জননেতা মোতাহার হোসেন এমপি।
২৫ ডিসেম্বর বুধবার সকালে বড়খাতা কলেজ গেট এলাকায় বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজের প্রভাষক আবু সায়েমের সঞ্চালনায়, বড়খাতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আকবর হোসেন কিন্ডার গার্টেন এন্ড স্কুলের অধ্যক্ষ সলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন রংপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সহঃ শিক্ষক হুমায়ুন কবির আজাদ, বড়খাতা টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ জাহিদ হোসেন, ফকিরপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ খালিকুজ্জামান চয়ন, বিশিষ্ট সমাজ সেবী মোজাম্মেল হক তালুকদার, লালমনিরহাট জেলা পরিষদ সদস্য মর্জিনা বেগম, বড়খাতা গার্লস স্কুলের প্রধান শিক্ষক আশরাফ আলী, রমনীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসানুল আলম, অনুষ্ঠানের বিশেষ অতিথি হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগের ৪বারের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী মাহমুদুল হাসান সোহাগ, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু এবং অনুষ্ঠানের প্রধান অতিথি ও সাবেক প্রতিমন্ত্রী জননেতা মোতাহার হোসেন এমপি।
পরিশেষে অনুষ্ঠানের সভাপতি সলিম উদ্দিনের সমাপনী বক্তব্য প্রদানের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানটির সফল পরিসমাপ্তি ঘটে।