মোঃ হাসানূল কবীর, খুলনা ব্যুরোঃ যশোরের শার্শা উপজেলার খড়িডাঙ্গা গ্রামে মঙ্গলবার (১৭ই ডিসেম্বর) সকাল ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসানুর (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীর বাড়ী থেকে মোটরসাইকেলের তেলের ট্যাংকিতে লুকিয়ে রাখা ৬১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই মোস্তাফিজুর, এএসআই শাহীন ফরহাদ, কনস্টেবল খলিলুর রহমান ও কনস্টেবল চঞ্চল কর্মকার। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী পালিয়ে যায়। পলাতক আসামী খড়িডাঙ্গা গ্রামের আব্বাস আলীর পুত্র।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খড়িডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে মোটরসাইকেলের তেলের ট্যাংকি থেকে ৬১ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়।