আরজেএফ নিউজঃ—বগুড়ার নন্দীগ্রামের ১নং ইউনিয়নের চন্ডিপুর ও দামুয়াপাড়ার মাঝামাঝি ধান ক্ষেতের মাঠ থেকে আঃ রহিম ওরফে বল্টু (৫০) নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করছে নন্দীগ্রাম থানা পুলিশ, ১৪ডিসেম্বর শনিবার সকাল ১১টায় স্থানীয় সুত্রে সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে রহিমের মরদেহ, সাদা জ্যাকেট ও মোবাইল ফোন উদ্ধার করে, উক্ত মোবাইল ফোনের মাধ্যমে মৃত ব্যাক্তির পরিচয় উদঘাটন করে পুলিশ, মৃত আঃ রহিম নন্দীগ্রাম উপজেলার ৩নং ইউনিয়নের পদ্যপুকুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে, সে সিংজানী ময়নাখা গ্রামে দ্বিতীয় বিয়ে করে ঘরজামাই থাকতো, নিহতের স্ত্রী জানান, গত ৩দিন আগে মৃত রহিম ১নং ইউনিয়নের বড়ইচোরা পদ্যপুকুর গ্রামের সিদ্দিক চকিদারের বাড়িতে, গিয়াস উদ্দিন গ্যাদা পাগলার মাজার ওরসে গিয়েছিল, সেখানে মাঝে মধ্যেই গানের আসর বসে, শুক্রবার রাতেও আসর বসেছিল এবং সেই আসরে রহিম উপস্থিত ছিল, আজ সকালেও সিদ্দিক চকিদারের সাথে কথা হয়েছে সে বলেছে রহিম রাত ২টার দিকে বাড়ি গেছে, আজ মাঠে তার লাশ পরে আছে, এদিকে রহিমের মরদেহ উদ্ধারের খবর পেয়ে উক্ত ওরসের সভাপতি সহ সিদ্দিক চকিদারের পরিবারের সবাই আত্মগোপনে চলে গেছে, উক্ত বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ শওকত কবির জানান সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে, এ ব্যাপারে প্রাথমিক জিগ্যাসাবাদের জন্য পীরের মুরিদ ৬জন নারী পুরুষ কে আটক করা হয়েছে,