কলারোয়া থানায় ৪৮ বোতল ফেনসিডিল, ৫০ বোতল ভারতীয় মদসহ ০৩জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
(সাতক্ষীরা) জেলা প্রতিনিধিঃ
কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াসের নেতৃত্বে পৃথক পৃথক অভিযানে এসআই মোঃ ইস্রাফিল হোসেন, এসআই রঞ্জন কুমার মালো, এএসআই মোঃ রফিকুল ইসলাম, এএসআই মোঃ নুর আলীসহ সংগীয় ফোর্সের সহায়তায় কেড়াগাছি ইউপি, বাকসা গ্রাম হঠাৎগঞ্জ চৌরারাস্তা থেকে আসামী মোঃ সাগর হোসেন (২৭), পিতা- আঃ সবুর হোসেন স্থায়ী : গ্রাম- গাড়াখালী, উপজেলা/থানা- কলারোয়া, সাতক্ষীরাকে ৪৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়।
এছাড়াও চন্দনপুর ইউপি এর গয়ড়া উত্তর পাড়া গ্রামের মোঃ আব্দুল হামিদ, পিতা-মৃত কাশেম আলী দালাল এর বসত বাড়ী হইতে আসামী ১। আব্দুল হামিদ, পিতা-মৃত কাশেম আলী, সাং-গয়ড়া উত্তর পাড়া, ২। মোঃ ওহিদুজ্জামান মোল্লা, পিতা-মৃত ওহাব মোল্লা, সাং-চন্দনপুর, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরাদ্বয়কে ৫০ বোতল ভারতীয় মদ সহ গ্রেফতার করেন।