এম.এফ.কে.ছিদ্দিক ফটিকছড়ি চট্টগ্রাম প্রতিনিধি
বায়তুল হিকমাহ মাদরাসা ফটিকছড়ি শাখা ২০২০ ইং শিক্ষাবর্ষের প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠান মাদরাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
মাদরাসার সহকারী শিক্ষা সচিব মাওলানা আইয়ুব আলী ও মাওলানা ফরিদুল আলম এর যৌথ পরিচলানায় মাদরাসার অধ্যক্ষ মাওলানা রশিদ আহমদ শাহীন এর সভাপতিত্বে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল হিকমাহ ফাউন্ডেশন চট্টগ্রাম এর চেয়ারম্যান মাওলানা মুফতি ওমর সাঈদ।প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বায়তুল হিকমাহ ফাউন্ডেশন চট্টগ্রাম এর ভাইস চেয়ারম্যান মাওলানা আবু তাহের মুহাম্মদ মাসুম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল হিকমাহ ফাউন্ডেশন চট্টগ্রাম এর সহ-সেক্রেটারী প্রভাষক এস এম মুস্তফা আমিন মানিক।দপ্তর সম্পাদক জনাব মাওলানা হাফেজ মুঃহাসান।স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা মুঃমুজিবুল হক,শিক্ষা সচিব মাস্টার মুসলিম উদ্দীন।এতে আরো উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক জনাব সরোয়ার কামাল,সহকারী শিক্ষক মাওলানা ইমতিয়াজ জাহান,মাওলানা জাকির হোসাইন,মাওলানা নুরুল আলম,মাস্টার ইদ্রিস আলী,মাস্টার এম এফ কে ছিদ্দিক,হাফেজ মাওলানা মোঃবেলাল। পোগ্রামে ২০২০ সালের প্রকাশনায় রয়েছে মনোমুগ্ধকর ক্যালেন্ডার,ড়ায়েরী,ছোট ড়ায়েরী,ছাবির রিং,প্রতিষ্ঠানের লগুসম্বলিত মগ এবং ব্যাগ।