বিকাশ ঘোষঃ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার “ঘরে ঘরে বিদ্যুৎ” পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভা ৬নং ওয়ার্ডের মাকড়াই শালবন গ্রামে ১৮ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ৬৬টি বাড়ীতে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর ১( বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
২৬ নভেম্বর মঙ্গলবার বিকেলে মাকড়াই শালবন মাঠ প্রাঙ্গণে ৬৬টি বসতবাড়িতে বিদ্যুতায়নের উদ্বোধনীয় অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সবুজ বাংলা নিউজের সম্পাদক মন্ডলীর সভাপতি মোঃ ইয়াসিন আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপির প্রতিনিধি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সবুজ বাংলা নিউজের উপদেষ্টা মোঃ শামীম ফিরোজ আলম। বক্তব্য রাখেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি -১এর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আশরাফুল হক। বীরগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রতন ঘোষ পীযুষ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ দ্বীন ইসলাম মাঝি, ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলমগীর হোসেন, সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল শাহ, সাবেক পৌর কাউন্সিলর কার্তিক ব্যনার্জি ও সাংবাদিকবৃন্দ সহ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন তাঁতী লীগের আহ্বায়ক মোঃ ফরিদুল ইসলাম ফরিদ।