মিজানুর রহমান (ধামরাই) প্রতিনিধি
ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুরে তিল তিল করে গড়ে ওঠা রাজাপুর বেগম আনোয়ারা গালর্স কলেজ এম পিও ভুক্ত হলেন। রাজাপুর বেগম আনোয়ারা গালর্স কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অনেক আনন্দিত। ঢাকা জেলা আওয়ামীলীগের এর সহ সভাপতি,মেঘনা ব্যাংক লিমিটেড এর ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম খান সেলিম কর্তৃক প্রতিষ্ঠিত উপজেলার রাজাপুর বেগম আনোয়ারা গালর্স কলেজটি এমপিও ভুক্ত হওয়ায় রাজাপুর বেগম আনোয়ারা গালর্স কলেজ এর অধ্যক্ষ মোঃ আবু বকর সিদ্দিক, ও কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম খান সেলিম, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।