বীরগঞ্জ, দিনাজপুর থেকে বিকাশ ঘোষ॥
ইলিশের প্রজনন মৌসুম শেষে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার হাট- বাজারে আবার ইলিশ মাছ আসতে শুরু করলেও এখনও দাম কমছে না। দীর্ঘ বিরতির পর ইলিশ মাছের আমদানি শুরু হলেও মূল্যবৃদ্ধি অব্যাহত থাকায় ক্রেতারা চরম বিপাকে পড়েছে। বুধবার বীরগঞ্জ পৌর বাজারে সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায়, বড় এবং মাঝারি ইলিশ মাছের আমদানি রয়েছে বাজারে। বড় সাইজের ইলিশ মাছ ১১শ টাকা কেজি এবং মাঝারি জাতের ইলিশ ১০৫০ এবং ছোট আকারের ৬শ ও ৭শ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ এসময়ে যেহেতু ইলিশ মাছ বেশি ধরা পড়ছে সেজন্য প্রতিকেজি ইলিশ মাছ ৪শ থেকে ৬শ টাকার মধ্যেই নেমে আসার কথা। এব্যাপারে ইলিশ মাছ ব্যবসায়ী মোঃ সোহেল জানান, মোকামে বিপুল পরিমাণ ইলিশের আমদানি হলেও সেখান থেকেই পাইকারিতে বেশি দামে ইলিশ মাছ কিনতে হচ্ছে। সেজন্য দাম কমছে না। তবে কয়েকদিনের মধ্যে ইলিশ মাছের দাম কমবে বলে তারা জানালেন। তবে ক্রেতারা জানান, বীরগঞ্জে ইলিশ মাছ ব্যবসায়ী কম থাকার কারণে ইলিশের দাম বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। দুই-একজন ব্যবসায়ী ইলিশ মাছ আমদানি করে বীরগঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজারের বেশি দামে বিক্রি করছেন। এজন্য বাজার মনিটরিং প্রয়োজন।