এম.জাফরান হারুন, পটুয়াখালী থেকে.
পটুয়াখালী বাউফলে পঙ্গু সালমাকে দেখার মত কেউ নেই ꫰ আজও মেলেনি পঙ্গু ভাতা, ভাঙ্গা ঘরে আপন শুধু বৃদ্ধ বাবা꫰
পঙ্গু সালমা (৩০) উপজেলার কালাইযা ইউনিয়ানের শৌলা গ্রামের ৮নং ওয়ার্ড এর বৃদ্ধ আজহার আলী সর্দারের মেয়ে ꫰
নেই ধান নেই চাউল তবুও নিজ ভাঙ্গা ঘরের সর্দার আজহার আলী꫰ তার তিন ছেলে এক মেয়ে ꫰ মেয়ে পঙ্গু সালমা সবার ছোট ꫰ পঙ্গু সালমার মা আজ থেকে ১২ বছর আগে বাবা আজহার আলীর কাধে ফেলে চলে গেছেন না ফেরার দেশে ꫰ সেই থেকে বাবা আজহার আলী পঙ্গু সালমার দাসী হয়ে করছেন তার সেবা যত্ন ꫰ তিন ছেলে বিয়ে করে হয়ে গেছে যার যার বউ বেটি নিয়া সংসারী ꫰ খেয়ে আছে না না খেয়ে আছে, ঝড় বৃষ্টি রৌদ্রের ভাঝে ভাঙ্গা ঘরে কেমন আছে নেয় না কেউ বৃদ্ধ বাবা ও পঙ্গু সালমার খোজ꫰ বয়ে চলেছেন ভাঙ্গা ঘরে বৃদ্ধ বাবা মেয়ে পঙ্গু সালমাকে রোজ ꫰
সন্ধানে জানার পরে সরেজমিনে আজহার আলীর ঘরে আসলে তিনি জানান, কি করতে আইছেন আমনেরা? কি দ্যাকতে আইছেন আমনেরা? আইছেন ভালো করছেন দ্যাইক্যা যান হুইন্যা যান꫰ আমার কিছু কওয়ার নাই ꫰ ততোক্ষণে তার দুচোখ টলমল ꫰ কিছুক্ষণ পরে নিঃশ্বাস ছেড়ে বললো, আমার মাইয়াডার বয়স যহন ৭/৮ মাস তহন অর শরীলে লুতি জ্বর আয় ꫰ হেই জ্বরে অর এই অবস্থা হয় ꫰ অভাবের ঘরে হ্যার পরও ডাক্তার কবিরাজ দ্যাহাইছি কিন্তু ভালো হয় নাই ꫰ ১২ বছর আগে অর মা আমারে একটা ঝামেলায় হালাইযা গেছে ꫰ হেইযা লইয়া চলতে আছি কি করমু꫰ কতো মানষে কতো ভাতা পায় ꫰ হুনি পঙ্গু যারা হয়, হ্যারা পঙ্গু ভাতা পায় ꫰ আইচ আমার মাইডার বয়স ৩০ বচ্ছর কেহ আইচ পোরযোন্ত কিছু দ্যায় না꫰ আমাগো মেম্বারে কয়েক বার দ্যাইক্যা গ্যাছে꫰ হ্যারপর কোন নাম গোন্ধ নাই꫰ মেম্বার চেযারমানে গো চোহে আমাগোরে পরেনা꫰ অগো প্যাটই ভরে না আমাগোরে আবার কি দেবে? যদি পারেন আমার মাইয়াডারে একটা পঙ্গু ভাতার ব্যবস্থা কইররা দ্যান!
এবিষয়ে বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পিজুস চন্দ্র দে’কে জানালে তিনি প্রতিবেদককে বলেন, ঘটনাটা আপনার কাছ থেকে জানলাম ꫰ খোজ নিয়ে ব্যবস্থা করা হবে ꫰