মোঃ মিজানুর রহমান ডোফুরা, স্টাফ রিপোর্টার ।।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এর দিনাজপুর জেলা সফর উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পুষ্প কানন নির্মাণ, মঞ্চ কুঁড়ি সম্মেলন, শিশু সমাবেশ, সম্মাননা প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
২ নভেম্বর, ১৯ শনিবার সন্ধ্যা ৬ টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানমালার প্রথম পর্বে – পুষ্প কানন নির্মাণ ও মঞ্চ কুড়ি সম্মেলন অনুষ্ঠানে দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর নাট্য সমিতির অধ্যক্ষ কাজী বোরহান উদ্দিন।
অনুষ্ঠানে মঞ্চ কুঁড়ি সংগীত পরিবেশনের মাধ্যমে দিনাজপুরের সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে প্রতিভাবান মোট ১৩০ জন শিশুকে ব্যাচ ও স্ক্যাপ পরিয়ে মঞ্চ কুঁড়ি সদস্য করে নেন প্রধান অতিথি এবং ঢাকা থেকে আগত অ্যাক্রোবেটিক দল মিলনায়তনে অ্যাক্রোবেটিক শো পরিবেশন করে। মঞ্চ কুঁড়ি সম্মেলনে ১৩০ জন শিশুর মাঝে হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত ভাবে প্রথম পর্বের সমাপ্তি ঘটান।
দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমীর প্রবেশদ্বারে শিশুদের নৃত্য পরিবেশনের মাধ্যমে প্রধান অতিথিকে স্বাগতম জানানো হয়। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুজিব বর্ষ উপলক্ষে উৎসর্গীকৃত পুষ্প কানন নির্মাণ ও ভবনের সংস্কার ও মেরামত কার্যক্রম পরিদর্শন করেন প্রধান অতিথি।
অনুষ্ঠানমালার দ্বিতীয় পর্বে – ” এত আলো জ্বালিয়েছ এই গগনে কী উৎসবের লগনে…” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান এর চেয়ারম্যান লিয়াকত আলী লাকীর ২১শে পদক প্রাপ্তিতে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে আয়োজক হিসেবে ছিলেন – দিনাজপুর নাট্য সমিতি, নবরূপী,আমাদের থিয়েটার ও ভৈরবী। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধান অতিথি কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়।
অনুষ্ঠানে দিনাজপুর কারিগরি কলেজের প্রভাষক হারুন-উর-রশিদ এর সঞ্চালনায় এবং জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী। শুভেচ্ছা বক্তব্য রাখেন – বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান-রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান তারেক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দিন বাচ্চু। এ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথির সফরসঙ্গী, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এবং জেলা কালচারাল অফিসারসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। প্রধান অতিথির ঘণ্টাব্যাপী মনোমুগ্ধকর বক্তৃতা দর্শক-শ্রোতাদের বিমোহিত করে।
অনুষ্ঠানমালার ৩য় পর্বে – প্রধান অতিথির শুভাগমনে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করে – শ্বাসতি দেবনাথ খেয়া, বর্ণমালা ইসলাম, শিমুল কর্মকার, আবু তাহের ও দুলাল বসাক। কবিতা আবৃত্তি করে পৃথিলা দাস ও মোখলেসুর রহমান এবং মাহমুদা ইতি’র পরিচালনায় নৃত্য শিল্পীরা দলীয় নৃত্য পরিবেশন করে।
বাউল ও শিশুসহ সব বয়সী শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় বর্ণীল অনুষ্ঠান মালায় পুরো শিল্পকলা একাডেমি মেতে ছিল সারাক্ষণ।