এন ইসলাম তালা সাতক্ষীরা প্রতিনিধিঃ সরকারের সেফটি নেট প্রকল্পের আওতায় তালার সরুলিয়া ইউনিয়নের বাইগুনি গ্রামের অসহায় রোকেয়া বেগম তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেনের নির্দেশে প্রথম পেলেন বয়স্ক ভাতার কার্ড। গত ২৮অক্টেবর সোমবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলাম অসহায়৷ রোকেয়ার বাড়িতে গিয়ে এ কার্ড প্রদান করেন। তাহা ছাড়া তাকে ঘর প্রদানের জন্য জমির কাগজ পত্র দেখেন। বয়স্ক ভাতার কার্ড পেয়ে রোকেয়া বেশ খুশী। জানা গেছে অত্র ইউনিয়নে টাকা ছাড়া কোন কার্ড হয় না।অসহায় রোকেয়া বেগম সব সামাজিক সুযোগ সুবিধা হতে বঞ্চিত হওয়ার বিষয়টি সংবাদ মিডিয়াতে ভাইরাল হওয়ার প্রেক্ষিতে তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন এ বিষয়র সহকারী কমিশনার (ভূমি) তালা খন্দকার রবিউল ইসলাম কে ব্যাবস্থা নেওয়ার নির্দেশ দেন।