এম ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)। অপরাধ পর্যালোচনা সভায় সেপ্টেম্বর মাসের জেলার ৮টি থানার অপরাধের ধরন বিশ্লেষণ করে বিভিন্ন ক্যাটাগরীতে অফিসারদের ভালো কাজের স্বীকৃতি স্বরুপ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
সভায় আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রেখে ও অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসাবে সন্মাননা ক্রেস্ট পেয়েছেন সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন।অপরদিকে জেলায় রেকর্ড ব্রেক পরিমান মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামী আটক করে। সূত্র জানায় তিনি তার সফলতা ধরে রেখেছেন টানা ১৪ মাসের মধ্যে ১৩ বার জেলার শ্রেষ্ঠ ওসি সন্মাননা পেয়ে। এছাড়া অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় মাদক উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার করে জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর সন্মাননা পেয়েছেন সাতক্ষীরা থানার এসআই তরিকুল ইসলাম, এসআই নূর আলম ও এসআই তসলিম আহমেদ।
অপর দিকে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার করে সাতক্ষীরা থানার এএসআই নুরনবী ও এএসআই নাসির উদ্দিন জেলার ভিতরে শ্রেষ্ঠ এএসআই হিসাবে সন্মাননা ক্রেস্ট পেয়েছেন পুলিশ সুপারের নিকট থেকে। অপরদিকে আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় অথাৎ রেকর্ড ব্রেক পরিমান ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা ও ভুয়া ডিবি পুলিশ আটক করে গোয়েন্দা শাখার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসাবে এসআই হাফিজুর রহমান পুলিশ সুপারের নিকট থেকে সন্মাননা ক্রেস্ট পেয়েছেন।
তাছাড়া অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় তালা থানার ওসি মেহেদী রাসেল, কলারোয়া থানার সাব-ইন্সপেক্টর ইসরাফ্রিল সহ অন্যান্য থানার সাব-ইন্সপেক্টর ও সহকারী সাব-ইন্সপেক্টরদের ভালো কাজের স্বীকৃতি স্বরুপ সন্মাননা ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)। মাসিক অপরাধ সভার শেষে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা সমূহ ধৈয্য ধরে শোনেন পুলিশ সুপার এবং সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। সভা শেষে অবসর প্রাপ্ত পুলিশ সদস্যদের বিদায়ী সংবর্ধনা প্রদান করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।
অতিরিক্ত পুলিশ সুপার ও প্রমোটেড পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ এর সঞ্চালনায় অপরাধ পর্যালোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন কালিগজ্ঞ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম, সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন, হেড কোয়াটার সার্কেল জিয়াউর রহমান, তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির, দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার ইয়াছিন আলী,
বিশেষ শাখার ডিআইওয়ান মিজানুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মহিদুল ইসলাম, ট্রাফিক পুলিশের টিআই কামরুল ইসলাম, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মুনীর উল গীয়াস সহ জেলার ৮ টি থানার ওসি ও বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যগণ অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন।