বিকাশ ঘোষ, স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের কলেজ মোড়ে মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বীরগঞ্জ উপজেলার ১জন নিহত হয়েছে। এঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ২ জন।
ঘটনা সুত্রে জানা যায়, ২১ অক্টোবর সোমবার সকাল ১০টার দিকে বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী বাজার থেকে মোটরসাইকেল যোগে দিনাজপুর কলেজ মোড় নামক স্থানে পৌচ্ছালে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের প্রসাদপাড়া গ্রামের তফিরউদ্দিনের ছেলে বিএনপি নেতা শফিকুল ইসলাম (৪২) এর মর্মান্তিক মৃত্যু হয়। এঘটনায় আহত হন একই ইউনিয়নের গড়ফতু গ্রামের মোটরসাইকেল চালক সামসুল হকেরছেলে মোঃ সোলেমান আলী ও প্রসাদপাড়া গ্রামের আলহাজ্ব ডাঃ মোঃ জয়নাল আবেদীন ছেলে মোঃ জাকিউল ইসলাম বাবু গুরুত্বর আহত হলে তাকে স্থানীয় লোকজন জিয়া হার্ড ফাউন্ডেশনে হাসপাতালে ভর্তি করেন।