সেলিম সম্রাট, ব্যুরো চীফঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বুড়িমারী-লালমনিরহাট সড়কে ট্রাকের ধাক্কায় ইজি বাইক যাত্রী স্বামী-স্ত্রী নিহত হয়েছে। শনিবার রাতে উপজেলার পারুলিয়া ও ঘুন্টিবাজারের মাঝ পথে বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ইজি বাইকে পিছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এ সময় ইজি বাইক থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় গোলাম মোস্তফা (৩২) ও তার স্ত্রী রাহেলা খাতুন (১৯) নামে দুই যাত্রী। গোলাম মোস্তফা উপজেলার দক্ষিণ সির্ন্দুনা গ্রামের সোবাহান হোসেনের পুত্র ও রাহেলা খাতুন পশ্চিম বিছনদই এলাকার নুরল হকের কন্যা বলে জানা গেছে। দেড় মাস আগে গোলাম মোস্তফা ও রাহেলা খাতুনের বিয়ে হয়েছে। তারা ঘুন্টি এলাকায় একটি দাওয়াত খেয়ে ইজি বাইকে বাড়ি যাচ্ছিল। এ সময় ইজি বাইকের অন্য যাত্রীরা গুরুত্বর আহত হয়েছে বলে স্থানীয়রা জানান।
হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ও আহতদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছেন।