মামনুর রশীদ,নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁ জেলার রানীনগরে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্যোগে অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১১ ঘটিকায় মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মোঃআজিজুর রহমানের সভাপতিত্বে উপজেলার মাদার কেয়ার স্কুল এন্ড কলেজে আলোচনা সভা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন, আত্রাই রাণীনগর(নওগাঁ-৬) আসনের মাননীয় সংসদ সদস্য, জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশন এর সম্মানিত সভাপতি মোঃ ইসরাফিল আলম এমপি। তিনি বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সকল বাহিনী ও চাকরিজীবীদের অবসরকালীন সুবিধা নিশ্চিত করেছেন। দেশের সার্বিক উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন হেলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন, উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহুরুল হক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ফরিদা পারভীন, ১নং খট্রেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃআসাদুজ্জামান পিন্টু,৯নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃবেদারুল ইসলাম মুকুল প্রমুখ।