বরিশাল ব্যুরো . “সকলের হাত,পরিচ্ছন্ন থাক” এই শ্লোগানে বরিশালে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টায় দিবসটি উপলক্ষে নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকে জেলা প্রশাসক এস,এস, অজিয়র রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালী নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ চত্বরে এসে শেষ হয়। সেখানে বেলুন ফেষ্টুন ও পায়রা উড়িয়ে হাত ধোয়া কর্মসূচীর উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। এসময় দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে সার্কিট হাউজ ধানসিঁড়ি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান , স্বাস্থ্য তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস এম সহিদুল ইসলাম ,সিভিল সার্জন ডাক্তার মোঃ মনোয়ার হোসেন সহ জিও-এনজিওর প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।