বীরগঞ্জ, দিনাজপুর থেকে বিকাশ ঘোষ ॥
সোমবার বেলা ১১টায় দিনাজপুরের বীরগঞ্জ সরকারী কলেজের মাঠে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপনে অগ্নি নির্বাপনের মহড়া ও সচেতনতামূলক সভা অনুষ্ঠানে বীরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ খয়রুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও অগ্নি নির্বাপনের মহড়ার শুভ উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ছানাউল্লাহ, উপজেলা ফায়ার সার্ভিসের সাব-অফিসার নির্মল কুমার রায়। এসময় উপস্থিত ছিলেন, বীরগঞ্জ সরকারী কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। উল্লেখ্য বর্তমান সরকার সরকার দূর্যোগ প্রশমন দিবস পালনে ব্যাপক প্রচার ও জনগনকে সচেতন করতে বিভিন্ন কর্মসূচি নিয়েছে। যাতে করে এই দিবসটি জনগনের মাঝে প্রভাব ফেলে। কিন্তু বীরগঞ্জে ঘটেছে তার ব্যতিক্রম, সরকারের নির্ধারিত দিনে সারাদেশে পালন হলেও বীরগঞ্জে ১৪ অক্টোবর দায়সাড়া মূলক কর্মসূচি পালন করেছেন প্রকল্প বাস্তবায়ন অফিস। দূর্যোগ মহনীয় মূলক বসতভিটা নির্মাণ করেন দিয়েছেন দূর্যোগ থেকে রেহাই পেতে। সরকারের উন্নয়ন মূলক কাজ অত্র অফিসে প্রচারণা করে বাধাগ্রস্ত করেছে। বিশেষ করে যারা সরকারের ঐকর্মসূচি জনগণের মাঝে প্রভাব ফেলতে পারে সংবাদের মাধ্যমে। কিন্তু অজ্ঞাত কারণে পিআইও অফিস দিবসটির ব্যাপারে সাংবাদিকদের অবহিত না করার রহস্য কি? প্রধানমন্ত্রী শেখহাসিনা জনগণের স্বার্থে দেশের ৬৪টি জেলায় ১১ হাজার ৬০টি ঘর নির্মাণ করে দিয়েছেন। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে ২ লক্ষ ৫৮ হাজার টাকা। বীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৩৭টি ঘর নির্মাণ করে সমাপ্তী হয়েছে বলে জানা গেছে।