স্টাফ রিপোর্টারঃ জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, যারা ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে বিভেদ সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে স্বোচ্চার হতে হবে। সব ধর্মই বলে মানবতার উপর কোনো ধর্ম নেই। তাই দেশে শান্তি বজায় রাখতে হলে ধর্মের কোনো বিকল্প নেই।
১০ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার বিকেলে কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান এর অনুক‚লে বরাদ্দকৃত ৭ টি পূজা মন্ডপে ৫ হাজার টাকা করে ৩৫ হাজার টাকার চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহারোল থানার ওসি মো. আইয়ুব আলী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট জেলা শাখার সহকারী প্রকল্প পরিচালক শাহ মো. মশিউর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, সাধারন সম্পাদক সুকুমার রায়, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি মোহন চন্দ্র রায়, রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান সঞ্জয় মিত্রসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।