বীরগঞ্জ,দিনাজপুর থেকে বিকাশ ঘোষঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজা অর্চনার মন্ত্রপাঠ, অঞ্জলী প্রদান, শঙ্খ ধ্বনি আর ঢাকের শব্দে মুখরিত ১৫৭ পূজামণ্ডপ। চলছে বিভিন্ন আনুষ্ঠানিকতার পাশাপাশি ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ।
উৎসবমুখর পরিবেশে সোমবার মহানবমীতে বীরগঞ্জ পৌরসভার মহিলা ডিগ্রী কলেজ মাঠ মণ্ডপ থেকে আরেক মণ্ডপ ঘুরে প্রতিমা দর্শনের মধ্য দিয়ে দিনটি পার করেছে হিন্দু সম্প্রদায়ের নারী- পুরুষ শিশুসহ নানা বয়সের মানুষ। বীরগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মহেশ চন্দ্র রায় জানান,উপজেলার ১১ইউনিয়ন ও একটি পৌরসভায় এবার ১৫৭টি মণ্ডপে অধিষ্ঠিত হয়েছে দেবীদুর্গা। সঙ্গে লক্ষী,সরস্বতী, কার্তিক ও গনেশ। এই চালচিত্রে আছেন দেবাদিদেব শিবও। লক্ষী সমৃদ্ধি ও সরস্বতী জ্ঞানের প্রতীক। কার্তিক হচ্ছেন দেবসেনাপতি, শত্রুনাশকারী। আর গনেশ সর্বসিদ্ধিদাতা অর্থাৎ মানুষের কামনা পূরণকারী।
দুর্গাতিনাশিনী দুর্গা এসেছেন বিশ্ব শান্তির জন্য তথা সবার মঙ্গলের তরে। প্রতিবছর শরতে মর্ত্য তাকে বরণ করে নেওয়া হয়ে ঢাকের বাদ্য, শঙ্খ আর উলুধ্বনিতে। ভক্তকুলের আবাহন আর পুরোহিতের মন্ত্রোচ্চারণে দেবী দুর্গা প্রশন্ন হন। পূজার সময়কালে সন্ধ্যায় ধূপ-ধুনোয় ভক্তদের নৃত্য আরতি, আর ঢাক-ঢাল, কাঁসর- মন্দিরা বাদ্য,বর্ণাঢ্য আলোকচ্ছটায় উদ্ভাসিত হয়ে উঠেছে পূজামণ্ডপগুলো। বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের সিংদানী, বউড়বাড়ী, পৌরসভার কেন্দ্রীয় দুর্গামণ্ডপ,নতুনপাড়া, সনাতন পাড়া,বিষ্ণু মন্দির,শিমূল তলা মন্দির, হরিবাসর পাড়া, কলেজ পাড়া, কুমারপাড়া মণ্ডপসহ ভক্তদের ঢল রয়েছে সকল মণ্ডপে। অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) মোঃ আব্দুল ওয়ারেস বলেন, বীরগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব চলছে। স্থানীয় জাতীয় সংসদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের পূজামণ্ডপগুলোতে পরিদর্শন করতে দেখা গেছে। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভিন জানান, শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে পুলিশ প্রশাসন কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করেছে। এদিকে বেলা বারার সঙ্গে সঙ্গে বীরগঞ্জ পৌরশহরের মহাসড়কে কিছু উঠতি বয়সী যুবকরা পিকাআপ ভাড়া করে জীবনের ঝুঁকি নিয়ে আনন্দ উলাশে মেতে থাকতে দেখা গেছে। এবিষয় বিভিন্ন সচেতন মহল বিভিন্ন মতামত ব্যক্ত করছেন।