মিজানুর রহমান, ধামরাই প্রতিনিধি :আজ ৩ অক্টোবর ২০১৯ইং রোজ বৃহস্পতিবার ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের জালসা উচ্চ বিদ্যালয়ের হল রুমে শিক্ষাক্ষেত্রে অভিভাবকের গুরুত্ব অনুধাবন ও অংশগ্রহণ বৃদ্ধি, বিদ্যালয় শিক্ষা, কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানে সম্বলিত উদ্যোগ গ্রহণের জন্য অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জালসা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে প্রধান অতিথি, অত্র বিদ্যালবিদ্যালয়ের সভাপতি ও ধামরাই উপজেলার সুযোগ্য মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা শিক্ষাই হচ্ছে মূল চালিকাশক্তি। যে কোন জাতি গঠনে শিক্ষাই হচ্ছে সফলতার মূল চাবিকাঠি। শিক্ষা ছাড়া কোন জাতি কোন কালেই বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়াতে পারেনি। শিক্ষা ক্ষেত্রে যে জাতি যতো বড় শিক্ষিত, সে জাতিই বিশ্বের সবচেয়ে সন্মানী ও সুখি ।
বর্তমান সরকারের বলিষ্ঠ নেতৃত্ব ও তত্ত্বাবধানে মাঠ পর্যায়ের স্কুল গুলোতেও প্রান ফিরে পেয়েছে। শিক্ষা ব্যবস্থায় প্রশাসনিক সংস্কারসহ মাঠ পর্যায়ে পদবী/বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রণয়ন করে শিক্ষার জগতে এনেছেন এক অভূতপূর্ব পরিবর্তন। পুরাতন শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে ছাত্র/ছাত্রীদের মাঝে এক নতুন উদ্যম ও আগ্রহের সৃষ্টি করতে সক্ষম হয়েছে। ভাবতেও ভালো লাগছে যে, আজ গরীব দিন মজুরের সন্তানও বিনা মূল্যে বই পেয়ে হাসতে হাসতে স্কুলে যাচ্ছে। মাঠ পর্যায়ের গ্রামে গঞ্জের শিশু কিশোরদের মাঝে যেনো স্কুলে যাবার জন্য এক প্রতিযোগিতার উন্মেষ ঘটেছে। আপনার শিশুর সু শিক্ষার কথা কেউ ভাবেনি, যতোটা ভেবেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আপনার শিশুর স্কুলের ফি’ দিতে না পারার কারনে এবং দুই খানা বই কিনে না দিতে পারার কারনে আপনার সন্তান রয়ে যেতো মূর্খ একজন অশিক্ষিত নাগরিক।তাই আজ বর্তমান সরকার বিনা পয়সায় বই বিতরনসহ স্কুল ফি’ মওকুফ করে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করার কারনে আপনার সন্তানকে স্কুলে পাঠাতে পারছেন। শিক্ষিত হয়ে উঠছে আগামী দিনের ভবিষ্যৎ নাগরিক আপনার বংশের অপ্রস্ফুটিত ফুল। আপনার সন্তান হচ্ছে শিক্ষার আলোয় উদ্ভাসিত, প্রস্ফুটিত। আপনি হচ্ছেন একজন গর্বিত পিতা/মাতা যার সন্তান জননেত্রী শেখ হাসিয়ার প্রদত্ত শিক্ষা নীতিমালা ও ব্যবস্থার ফল হিসেবে আজ হতে যাচ্ছে একজন শিক্ষিত নাগরিক। আপনার বিবেক আপনার বুদ্ধিমত্তা আপনার সচেতন নাগরিকত্বের বহিঃপ্রকাশ।অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন অভিভাবকদের উদ্দেশে বলেন, আপনার সন্তানরা কি করছে,কার সঙ্গে মিশছে, খেয়াল রাখতে হবে। তারা নিয়মিত স্কুলে যাচ্ছে কিনা, পরীক্ষায় অংশ গ্রহণ করছে কিনা, শিক্ষকদের মাধ্যমে খোজ খবর নিতে হবে। বিভিন্ন সময় ছাত্র/ছাত্রীরা নানা অজুহাত দেখিয়ে ক্লাস ফাঁকি দিয়ে বিভিন্ন স্থান ঘুরে বেড়ায়। এ বিষয়ে অভিভাবকদের অবশ্যই খেয়াল রাখতে হবে।প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন আরো বলেন, এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটিতে প্রায় ৭০০ ছাত্র/ছাত্রী আছে। তিনি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, ধামরাই উপজেলার সফল মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা এর নিকট বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য বিভিন্ন সরকারি দপ্তরে যোগাযোগ করার আহ্বান জানান।