স্টাফ রিপোর্টার॥ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যা বিশিষ্ট হলেও হাসপাতালের ঠিকাদার রোগীদের মাঝে নিম্ন মানের খাবার সরবরাহ করে আসছে। ফলে রোগীরা হাসপাতালের খাবার না খেয়ে ফেলে দিয়ে বাড়ি থেকে বা হোটেল থেকে খাবার ক্রয় করে খাচ্ছেন। রোগীদের অভিযোগের ভিত্তিতে রবিবার দুপুরে হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা যায় সকালে একটি পাউরুটি ও ১টি পঁচা সাগর কলা রোগীদের মাঝে সরবরাহ করা হয়েছে। কাহারোল উপজেলার গড়নুরপুর গ্রামের পাপই কিস্কুর কন্যা পূর্ণিমা (২৫) অভিযোগ করে বলেন, শনিবার রাতে যে ভাত দেওয়া হয়েছে তা দুর্গন্ধের জন্য খাওয়া যায়নি। তা ফেলে দিতে হয়েছে। এব্যাপারে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর কবিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি। কর্তব্যরত নার্সদের সঙ্গে এবিষয়ে কথা বললে তারা এবিষয়ে কিছুই জানেন না বলে জানান। এব্যাপারে ভুক্তভোগি রোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।