মোঃ তোফাজ্জল হায়দার, স্টাফ রিপোর্টারঃ ‘মনের মত স্কুল পেলে, শিখব মোরা হেসে খেলে’ এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে মিনা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মীনা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোঃ এরশাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাজিম উদ্দিন, পরিতোষ চন্দ্র সরকার, মিনহাজুল ইসলাম, মনিরুজাম্মান মনির। পরে চিত্রাঙ্গন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ করা হয়।