জেলা প্রতিনিধি: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন’র প্রার্থীদের প্রতিক বরাদ্দ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১ টায় নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সম্মেলন কক্ষে এ প্রতিক বরাদ্দ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রতিক বরাদ্দ ও মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন। সভাপতিত্ব করেন,বরিশাল জেলা সিনিয়ার নির্বাচন ও রিটার্নিং অফিসার মোহাম্মদ নুরুল আলম। এসময় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদদের নির্বাচনের ৬ জন প্রার্থী কে প্রতিক দেয়া হয়। বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলায় ২ লক্ষ ১৮ হাজার ভোটার রয়েছে।