আজ ২৩ সেপ্টেম্বর সোমবার মেহেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার এস এম মুরাদ আলি এর সুচিন্তিত দিক নির্দেশনায় গাংনী থানাধীন সাহারবাটি গ্রামস্থ মোঃ জুমাত আলীর কন্যা পিংকী খাতুন (২০) এবং গাংনী থানাধীন হিজলবাড়ী গ্রামস্থ মোঃ ওমর আলীর ছেলে মোঃ শিপন আলী(২৬) দ্বয়ের মধ্যে দীর্ঘ ০৪ বছরের বিরোধ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্হিতিতে স্থায়ীভাবে আপোষ মীমাংসা করিয়া উভয় পরিবারের মধ্যে শান্তি স্থাপিত হল।