মোঃ তোফাজ্জল হায়দার,নিজস্ব প্রতিবেদকঃ ২২ সেপ্টেম্বর দুপুরে কক্সবাজার উখিয়ায় দুর্বৃত্তের ছুরিকা ঘাতে নিহত ব্রাক এনজিও কর্মী বীরগঞ্জের সন্তান মাজাহারুল ইসলাম মিলনের দাফন সম্পন্ন হয়েছে গ্রামের বাড়ী চৌধুরীহাটে।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টির ভাসুর ও মোহনপুর ইউপি’র সাবেক সদস্য ও ইউনিয়নের কৃষকলীগের সভাপতি মোঃ আব্দুস ছাত্তারের ২য় ছেলে মাজাহারুল ইসলাম মিলন সম্প্রতি দুর্বৃত্তের ছুরিকা ঘাতে নিহত হয়।
কক্সবাজারে লাশের ময়না তদন্ত শেষে মাজাহারুল ইসলাম মিলনের লাশ এনে বীরগঞ্জ টিবিএম কলেজ মাঠে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
তার অকাল মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।