জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব (অনুর্ধ্ব ১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা শুক্রবার বিকেলে শাহ আব্দুল হামিদ ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ মাহাবুব আরা গিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন, নবাগত পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, পৌর মেয়র শাহ মোঃ জাহাঙ্গীর কবির মিলন।
এসময় বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।