মোঃ মিজানুর রহমান (ডোফুরা), স্টাফ রিপোর্টারঃ
রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদক প্রাপ্ত, মহান মুক্তিযুদ্ধে পশ্চিমাঞ্চলীয় জোনের চেয়ারম্যান, বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির সদস্য, অসাম্প্রদায়িক রাজনীতির প্রতিভূ, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, দিনাজপুরবাসীর অহংকার সাবেক সংসদ সদস্য-সদস্য জননেতা প্রয়াত এ্যাডভোকেট এম. আব্দুর রহিম এর ৩য় মৃত্যুবার্ষিকীতে ১৩ সেপ্টেম্বর, ১৯ শুক্রবার বিকেল ৩ টায় দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক স্মরণ সভা।
দিনাজপুর এম. আব্দুর রহিম সমাজ কল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের সম্মানীয় সভাপতি অ্যাডভোকেট আজিজুল ইসলাম জুগলু’র সভাপতিত্বে এবং সাধারণ-সম্পাদক চিত্ত ঘোষ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৭১ টেলিভিশনের প্রধান নিবার্হী মোজাম্মেল হক বাবু, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও কন্যা বিশিষ্ট চিকিৎসক ডা. নাদিরা সুলতানা, দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম, জেলা পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বিপিএম। দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, দিনাজপুর প্রেসকাবের সভাপতি স্বরুপ বক্সী বাচ্চু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট নুরুজ্জামান জাহানী, বিএমএ দিনাজপুর জেলা শাখার সভাপতি ডা. এস এম ওয়ারেস আলী সরকার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন প্রমূখ।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি সহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা এবং শহরের অসংখ্য মানুষ স্মরণ সভায় অংশগ্রহণ করে।
ঐদিন (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের জালালপুর গ্রামে মরহুম এম. আব্দুর রহিমের কবরে শ্রদ্ধা ও জিয়ারত করেন প্রধান অতিথি।
উল্লেখ যে, এম. আব্দুর রহিম ১৯২৭ সালের ২১ নভেম্বর দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়নে জালালপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা মরহুম মোঃ ইসমাইল সরকার ও মা মরহুমা দরজ বিবি এবং তিনি ২০১৬ সালের ৪ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।