চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ আগামী ১৪ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নং ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। কাউন্সিলর মো. ইউনুসুর রহমান গত ৭ এপ্রিল মৃত্যুবরণ করলে এ পদটি শূন্য হয়।
এ উপলক্ষে শেষ দিন রোববার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫ জন প্রার্থী।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫ নং ওয়ার্ড মসজিদ পাড়ার স্থায়ী বাসিন্দা মো. তোফাজ্জুল হোসেনের ছেলে জনম দুঃখী ক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসিদুল হক নিখিল কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা নির্বাচন অফিসার মো. তাওয়াক্কিল রহমানের হাতে নিখিল মনোনয়নপত্র জমা দেন। এ সময় রোজ মেডিকেল সেন্টারের পরিচালক ও জনম দুঃখী ক্লাবের সভাপতি মো. সুইট হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন। নিখিল মরহুম কাউন্সিলর মো. ইউনুসুর রহমানের ভাগ্নে।
কাউন্সিলর পদপ্রার্থী আরো ৪জন হলেন, মো. রুহুল আমিন, মো. আব্দুল বাশির, মো. ইকবাল হোসেন ছোটকু, মো. মাসদুল হক নিখিল ও মো. আজিজুর রহমান।