মোঃ মিজানুর রহমান (ডোফুরা), স্টাফ রিপোর্টারঃ
১২ সেপ্টেম্বর, ১৯ বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর মহারাজা স্কুল মাঠে পঞ্চম ৭ নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে মানুস্মৃতি ফুটবল একাডেমী ও বালুবাড়ী একাদশ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুশান্ত সরকার পিপিএম, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ রুস্তম আলী, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু, জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ, দিনাজপুর জেলা পরিষদের সদস্য ফয়সল হাবিব সুমন সহ বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পঞ্চম ৭ নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা উদ্বোধন করেন জেলা পরিষদ এর সদস্য ফয়সল হাবিব সুমন। বালুবাড়ী একাদশকে ট্রাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মানু স্মৃতি ফুটবল একাডেমী।
খেলা শেষে মানু স্মৃতি ফুটবল একাডেমীকে চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজমানি এবং বালুবাডী একাদশকে রানার্সআপ ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।