বৃহস্পতিবার ১২ই সেপ্টেম্বরে মেহেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার এস এম মুরাদ আলি এর নির্দেশে মাদক বিরোধী অভিযানে জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানাধীন জয়পুর তারানগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পুর্বপাশে পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী মোঃ মোমিন হালসোনা(৪০) পিতা- মৃত তালেব হাল সোনা সাং- জয়পুর স্কুল পাড়া থানাঃ মুজিবনগর জেলাঃ মেহেরপুর বিকাল ০৫.৩৫ ঘটিকার সময় ৫১( একান্ন) বোতল ফেন্সিডিল,মুল্য অনুমান ৫১,০০০( একান্ন হাজার) টাকা এবং ৫৭( সাতান্ন) গ্রাম হেরোইন, মুল্য অনুমান ৫,৭০,০০০( পাচলক্ষ সত্তর হাজার) টাকা সহ গ্রেফতার। ধৃত আসামীর বিরুদ্ধে মুজিবনগর থানায় মাদক মামলা রয়েছে। এ বিষয়ে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।