মোঃ মিজানুর রহমান
স্টাফ রিপোর্টার নীলফামারী
আজ ২৩/০৫/২২ইং সোমবার সকাল ১১টায়,উদয়াঙ্কুর সেবা সংস্থা(ইউএসএস)-এর সহযোগীতায় কৈমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের রুমে পারিবারিক বিরোধ নিরসন নারী ও শিশু কল্যাণ স্থায়ী কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন,মায়া রানী(মহিলা ভাইস চেয়ারম্যান ৪,৫,৬ নং ওয়ার্ড, কৈমারী ইউনিয়ন পরিষদ)। তার শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে সভার কাজ শুরু করা হয়।
সেইসাথে সভায় নারী ও শিশুদের কল্যাণ বিষয়ে আলোচনা করা হয়। বাল্যবিবাহ বন্ধে সকলের করণীয়গুলো ঠিক করে দেয়া হয়।তাছাড়া এবারের বাজেটে শিশুদের জন্য বাজেটে কত টাকা বরাদ্দ রাখা আছে সচিব তা সকলের সামনে খসরা উপস্থাপন করে এবং শিশুদের কথা দেয়,তোমরাই আগামীর কর্ণধর।যেকোন সমস্যায় তোমরা পরিষদে আসবে।ইউপি সদস্যরাও শিশুদের সম্মান দিয়ে কথা বলেন এবং তাদের চাহিদাগুলো মনযোগ দিয়ে শুনেন।
সভায় আরো উপস্থিত ছিলেন শাহীন ইসলাম, মোঃ জনি,আলমগীর (ইউপি সদস্য)।
রশিদুল ইসলাম (সচিব ইউ,পি কৈমারী)
এলাকার এলিট ছিলেন,আসাদ আলী স্যার, আব্দুস সাফী রানা,আসন্তী,লিপি,হাফিজুল সহ ১০জন শিশু।
সার্বিক সহযোগিতায়ঃইউএসএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।