ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট করতোয়া নদীতে পড়ে আলিফা (০৫) নামে এক শিশু মারা গেছে। সে ঘোড়াঘাট পৌরসভা ০৪ নং ওয়ার্ডের মাছুয়াপাড়া গ্রামের আরিফুল-মোসলেমা দম্পতির সন্তান।
জানা যায়, বৃহস্পতিবার (১২ মে) বেলা ১টা ৩০ মিনিটে বাচ্চাটি পৌরসভার ০৬নং ওয়ার্ডের শহরগাছীর হঠাৎপাড়া গ্রামে নানীর বাড়িতে বেড়াতে যেয়ে খেলতে গিয়ে করতোয়া নদীতে পড়ে নিখোঁজ হয়। ওই সময় আসে পাশের স্থানীয় লোকজন নদীতে বহু খোঁজাখুঁজি করে ঘটনার তিন ঘন্টা পর মৃত অবস্থায় শিশু বাচ্চাটির লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
আনভিল বাপ্পি
ঘোড়াঘাট, দিনাজপুর।
তাং- ১২/০৫/২০২২ইং
মোবাইলঃ ০১৭১২৩৮৩১৮০