মোঃ মিজানুর রহমান (ডোফুরা), স্টাফ রিপোর্টারঃ
৯ সেপ্টেম্বর, ১৯ সোমবার বিকেল ৪ টায় একই সময়ে বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের প্রতিটি জেলার সকল থানা ও ইউনিট কর্তৃক বিভিন্ন স্থানে মোটরসাইকেল চালক ও আরোহীদের নিরাপত্তার জন্য হেলমেট পরিধানে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।
রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম এর দিক নির্দেশনায় কর্মসূচি’র অংশ হিসেবে দিনাজপুর শহরের হাসপাতাল মোড়ে ও সরকারী কলেজ মোড় সহ বিভিন্ন স্থানে হেলমেট পরিধানের লিফলেট কিতরণ করেন দিনাজপুর পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বিপিএম সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
মোটর সাইকেল চালকের প্রতি লক্ষণীয় বিষয়ঃ
আইনের ভয়ে নয়, নিজের সন্তান ও পরিবারের কথা ভেবে হেলমেট ব্যবহার করে মোটর সাইকেল চালান। সহযাত্রীর হেলমেট পরিধান নিশ্চিত করুন। গতি নিয়ন্ত্রণে রাখুন, সতর্ক থাকুন। ঝুঁকিপূর্ণ ওভারটেক করবেন না। ফিডার রোড থেকে মহাসড়কে উঠার সময় থেমে ডানে-বামে দেখে নিন। স্ত্রী, সন্তানকে নিয়ে বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালাবেন না। মোটর সাইকেল চালানোর সময় মুঠোফোনে কথা বলবেন না।
পরিশেষে ট্রাফিক আইন মেনে চলুন।