আসন্ন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৯নং সাতোর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে সভাপতি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করে অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন রাজা’র নিকট জমা দিলেন বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান রবীন্দ্রনাথ গবিন বর্মন এর ছেলে সতীশ চন্দ্র বর্মন। বিশস্ত সূত্র জানা গেছে, সভাপতি হিসেবে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাতোর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক আলহাজ্ব মো. রেজাউল করিম শেখ। সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ ইছাক আলী, মো.মাহমুদুল হাসান ও সাধন ঘোষ সহ তিন জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শতীশ চন্দ্র বর্মন ৯নং সাতোর ইউনিয়নবাসীসহ সর্বস্তরের জনগণের দোয়া ও আশীর্বাদ প্রত্যাশা করে কাউন্সিল সুষ্ঠু সুন্দর করার লক্ষ্যে আবারও সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।