শাহ আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ গতকাল সোমবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় মটর সাইকেল চালানোর নিরাপত্তার বিষয়ে সচেতন মুলক লিফলেট বিতরন করেছে। রংপুর রেঞ্জের ডিআইজির সরবরাহকৃত লিফলেট বিতরন করা হয়।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলামের নেতৃত্বে এস,আই,রাশেদুজ্জামান,এ,এস,আই আতিয়ার রহমান ও এ এস আই রাজা মিয়াসহ থানা পুলিশ লিফলেট বিতরন করেন।
পৌরসভার আজাদমোড়,থানা মোড়,বাসষ্ট্যাড,হিলি চারমাথা,ওসমানপুর ও উপজেলার রানীগঞ্জ বাজার,ডুগডুগি হাট এবং বলগাড়ী হাটসহ বিভিন্ন হাটবাজার ও লোকালয়ে ওই লিফলেটগুলি বিতরন করেন।