বিকাশ ঘোষ, নিজস্ব প্রতিবেদকঃ ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. সাইদুল ইসলাম। ৩ সেপ্টেম্বর মঙ্গল রাত ৩ টা ৩০ মিনিটে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি মাতা, স্ত্রী, ৩ পুত্র ও ৩ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। এক শোক বার্তায় এমপি গোপাল বলেন, সাইদুল ইসলামের এই অকাল মুত্যতে বীরগঞ্জবাসি একজন একনিষ্ঠ ও ত্যাগী নেতাকে হারালো। যা সহজে পুরণ হবার নয়। তিনি সাহসের সাথে রাজনীতি করেছেন। দুঃখী, গরীব ও মেহনতী মানুষের সঙ্গী ছিলেন তিনি।