গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান শাকিলা বেগম (৪০) পরকিয়ার টানে স্বামী ও দুই সন্তান ছেড়ে এখন বহু বিবাহের নায়ক উপজেলার তালুককানুপুর ইউনিয়নের ইউ’পি সদস্য রেজাউল করিমের ৪নং স্ত্রী।
গত এক সপ্তাহ ধরে গোবিন্দগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম পরকিয়ায় আসক্ত হয়ে ইউ’পি সদস্যে’র হাত ধরে উধাও হওয়ার খবর অবশেষে নিশ্চিত হওয়া গেছে। তিনি স্বামী আব্দুর রাজ্জাক ভোলা প্রধান ও ১ মেয়ে, ১ পুত্র সন্তান ছেড়ে এখন তালুককানুপুর ইউনিয়ন পরিষদের বহু বিবাহিত ইউ’পি সদস্য রেজাউল করিমের ঘর সংসার করছেন বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
এ সংবাদ এখন এলাকায় চাঞ্চল্যকর হিসেবে ভাইরাল হয়েছে।