স্টাফ রিপোর্টার : রোববার (২৫ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম দিনাজপুর জেলা পরিষদের ৬নং ওয়ার্ডের উপ-নির্বাচনে নব নির্বাচিত সদস্য মো. আতাউর রহমান বাবু সহ ১৭ জেলা পরিষদের ২০ নব নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। নির্বাচিতদের নাম বাংলাদেশ গেজেটের ১ আগস্ট ২০১৯ তারিখের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয়েছে।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব রোকসানা কাদের। এ সময় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম খান, অতিরিক্ত সচিব মাহবুব হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।