জেলা প্রতিনিধি: সম্ভাবনা সাহিত্য ও সংস্কৃতি সংসদের আয়োজনে ১৭ আগষ্ট শনিবার বেলা ৩টায় হাতীবান্ধার ক্যাফে আড্ডায় অনুষ্ঠিত হয় কবি-সাহিত্যিকদের ঈদ পরবর্তী মিলনমেলা ও সাহিত্য আসর।
সাহিত্য আসরের শুরুতেই কবি আ: ছালামের সঞ্চালনায় সম্ভাবনা সাহিত্য ও সংস্কৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মো: আনোয়ার সাদাত পাটোয়ারীকে সভাপতি নির্বাচিত করে আসরের কার্যক্রম শুরু হয়। উক্ত আসরে স্বরচিত কবিতা উচ্চারণ করেন কবি ইসমত আরা, ইবনে মিজান কোয়েল, লীনা রহমান, লাবিব ইবনে জামান, আ: ছালাম, লুৎফা শিরিন, আনোয়ার সাদাত পাটোয়ারী রিপন, জীবন আহম্মেদ, আখলাকুজ্জামান, সুশীল রায় ও মুকুল দাস।
মনোমুগ্ধকর গান পরিবেশন করেন শিশুশিল্পী তুশমিত, কবি সুশীল, আখলাকুজ্জামান, ইসমত আরা, লীনা রহমান ও রংপুর বেতার শিল্পী মুকুল দাস। নিজের নির্মিত নাটক “তিস্তা পারের কথা” র কিয়দংশ প্রদর্শন করেন মেহেদি হাসান সনজু এবং পেন্সিলে আঁকা গ্রাম বাংলার দুটি মনোরম দৃশ্য উপস্থাপন করেন ক্ষুদে কবি লাবিব ইবনে জামান।
সাহিত্য আসরে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন সংগঠনের সা: সম্পাদক এবিএম আলমগীর হোসাইন, আ: ছালাম, ইসমত আরা ও সুশীল রা য় এবং অনুভুতি প্রকাশ করতে গিয়ে এটিএম শহিদুল ইসলাম মন্ডল আজীবন যুক্ত থাকার প্রত্যয় ব্যাক্ত করেন।
পরিশেষে সকল সদস্যের অংশগ্রহনে সাংগঠনিক সীদ্ধান্ত গ্রহনের মধ্য দিয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: আনোয়ার সাদাত পাটোয়ারী রিপন উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সাহিত্য আসরটির সমাপ্তী ঘোষণা করেন