মোঃ মিজানুর রহমান (ডোফুরা), স্টাফ রিপোর্টার।। ১৭ আগষ্ট, ১৯ শনিবার সকাল ১০ টায় দিনাজপুর রামনগর মদিনা মসজিদ মোড়স্হ সামাজিক অপরাধ প্রতিরোধ ও সমাজ কল্যাণ মুরুব্বী সংস্থা (লালঘর) এর আয়োজনে নিজ কার্যালয়ে দিনাজপুর এফপিএবি ও মমতা পল্লী উন্নয়ন সংস্থা’র সহযোগিতায় ব্লাড গ্রুপ পরীক্ষা ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুরুব্বী সংস্থা (লালঘর) এর সভাপতি আলহাজ্ব মোঃ সাদেক মিয়া সরকার এর সভাপতিত্বে ব্লাড গ্রুপ পরীক্ষার কার্যক্রম উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ।
” নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি। ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মমতা পল্লী উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলীর সন্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মুরুব্বী সংস্থা’র (লালঘর) সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম এবং ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক বিশদ আলোচনা করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, এফপিএবি’র জেলা কর্মকর্তা (ইনচার্জ) মোঃ কামরুজ্জামান, প্রোগ্রাম সমন্বয়কারী সাহিনুর ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তিলাওয়াত করেন পশ্চিম রামনগরস্হ বায়তুল ফিদা জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ ” ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন ” শিরোনামে প্রচারপত্র উপস্থিত সকলের মাঝে বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মুরুব্বী সংস্থা’র (লালঘর) সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ হোসেন, প্রচার সম্পাদক মোঃ নুরুল আমিন, দপ্তর সম্পাদক মোঃ এনামুল হক, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, সদস্য মোঃ কবিরুল ইসলাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অন্যরা।