পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে গুজববিরোধী প্রচারাভিযান ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে এ উপলে উপজেলা অডিটোরিয়ামে এক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ হাফিজুল ইসলাম প্রামাণিক। এসময় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার আবু তাহের মোঃ সামসুদ্দিন, উপজেলা প্রকৌশলী শামিম আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন, রুকশানা রুকু, মডেল থানার ওসি মোখলেছুর রহমান, রেলওয়ে থানার ওসি এস. এম. আরিফুর রহমান প্রমুখ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও রেহানুল হক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আব্দুর রাজ্জাক প্রামাণিক। আলোচনা সভা শেষে প্রধান অতিথি আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপস্থিত সকলকে সঙ্গে নিয়ে উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্ন অভিযানে অংশগ্রহণ করেন।