মিজানুর রহমান (ধামরাই) ঢাকা (প্রতিনিধি :
ঢাকার ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ঘোষিত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় দশজন ভিক্ষুকের মাঝে একটি করে সর্বমোট ১০ টি গাভী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (০৯ অক্টোবর) বেলা ১১টার দিকে ধামরাই উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিক্ষুকদের মাঝে গাভী বিতরণ করেন ঢাকা জেলা আওয়ামীলীগ সভাপতি ও স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর সাহেব আলী, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং ধামরাই উপজেলার আওয়ামীলীগের বিভিন্ন অংগ সংগঠনের সদস্যবৃন্দ।