মোঃ রাব্বি ইসলাম আব্দুল্লাহ,
সংবাদদাতা নীলফামারী।
নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র বর্ববোচিত নির্যাতন এবং সাম্প্রতিক বিভিন্ন গনধর্ষনও নির্যাতন নিপিরনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সৈয়দপুর ধর্ষণ ও নিপিরন বিরোধী ছাত্র জনতা।
আজ ৭ অক্টোবর ( বুধবার)দুপুরে ১টায় ঘন্টা ব্যপী শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ করে প্রসক্লাব চত্বরে মানববন্ধন করে।
বক্তব্য রাখেন ছাত্র নেতা আব্দুল সোবহান, মাহবুব আলম, জাবেদ খান ও মামুন সরকার প্রমুখ। বক্তব্যরা বলেন, অতিবিলম্বে ধর্ষকের আইনের আওতায় এনে ফাঁসি দিতে হবে। দেশে মা বোনরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রসাশন কঠোর ভুমিকায় না থাকায় এবং ধর্ষক দের ফাঁসি কার্যকর না করায় তারা মাথা চাড়া দিয়েছে। যে দেশের প্রধান মন্ত্রী, স্পিকার ও বিরোধী দলের নেত্রী নারী, সে দেশের নারীরা নিরাপত্তাহীনতায় ভুগতে পারে না।
অতিবিলম্বে সকল ধর্ষক দের ফাঁসি কার্যকর করতে প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি করেন বক্তারা।