সেলিম সম্রাট লালমনিরহাট প্রতিনিধি,
হাতীবান্ধা উপজেলার বড়খাতায় ভূমি সেবা সহজতর করতে ই -নামজারি ক্যাম্পাইন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে বড়খাতা উচ্চ বিদ্যালয়ের আজগর হোসেন আহম্মেদ হল রুমে ই নামজারি ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) শামীমা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি। এসময় ঘরে বসে অনলাইনের মাধ্যমে কি ভাবে ভূমির ই-নামজারি করবেন এবিষয়ে আলোচনা করা হয় এবং প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয় কি ভাবে অনলাইনে নামজারি সিস্টেম,উওরাধিকারী ক্যালকুলেটরে কাজ করতে হয়।হাতীবান্ধা উপজেলা র্নিবাহী কর্মকর্তা সামিউল আমিন সহ আরো উপস্থিত ছিলেন ,হাতীবান্ধা উপজেলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, ফকিরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, বড়খাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল ,বড়খাতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল বারী,ইউনিয়ন ভূমি কর্মর্কতা অাঃসালাম প্রমূখ।
এ ক্যাম্পেইনে স্থানীয় জনপ্রতিনিধি,শিক্ষক,সাংবাদিক,শিক্ষক,শিক্ষার্থী ও ঈমামসহ বিভিন্ন পেশার মানুষ অংশ করেন।