দিনাজপুরে আগামী ৪ অক্টোবর-২০২০ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ৩ লাখ ৪৪ হাজার ৯৩২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। করোনাভাইরাসের কারণে একদিনের পরিবর্তে এবারে ৪ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচী পালন করা হবে।
স্বায়ী ১৪টি কেন্দ্র ও অস্থায়ী ২ হাজার ৫৮৭টি কেন্দ্রসহ মোট ২ হাজার ৬০১টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সতর্কতার সাথে প্রতিটি মাঠকর্মী ও সেচ্ছা সেবী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে বলে জানান সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ। এ কর্মসূচী সাধারণ মানুষের নিকট ব্যাপক প্রচারের জন্য তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এছাড়া মসজিদে শুক্রবার জুময়া’র নামাজের পূর্বে মুসল্লিদের সামনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিষয়টি তুলে ধরার জন্য ইমাম সাহেবদের প্রতি অনুরোধ জানান। শিশুদের ভিটামিন খাওয়ার পর কোন ধরনের জটিলতা দেখা দিলে সিভিল সার্জন অথবা তাঁর অফিসে স্থাপিত কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্যও অনুরোধ জানান সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ।
দিনাজপুর সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ আসিফ মাহমুদ হাওলাদার ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি কামরুল হুদা হেলাল। অনুষ্ঠানে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ শাহ মোঃ এজাজ-উল-হক, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলামসহ দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ৪ অক্টোবর শনিবার সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশের ন্যায় দিনাজপুর জেলার ১৩টি উপজেলার ১০৩টি ইউনিয়ন ও ৯টি পৌরসভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যম্পেইন কর্মসূচী পালন করা হবে। আগামী ৪ অক্টোবর হতে ১৮ অক্টোবর-২০২০ তারিখ পর্যন্ত এ কর্মসূচী পালন করা হবে।