বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি :
উজান থেকে নেমে আসা ঢল আর গত কয়েকদিনের অতিবৃষ্টিতে আবারও বীরগঞ্জ উপজেলার নদনদী, খালবিল, ডোবা-পুকুর পানিতে ভরে গেছে। নতুন করে বন্যার পানিতে ফিরে পেয়েছে তাদের নতুন যৌবন। পানি বৃদ্ধি পাওয়ার ফলে পুকুর, ডোবা, নালাসহ মাছের ঘেরগুলো আবারও তলিয়ে একাকার হওয়ায় কর্মহীন মানুষের মাঝে এখন বর্ষার পানিতে মাছ মারার ধুম পড়েছে। বাড়ির আশেপাশে বড়শি, ধিয়াল, চাঁই,জাল,বড় খরা,কাটা খরা, দোয়াইড়সহ মাছ ধরা পড়ছে। পাতলেই ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে মাছ। সরেজমিনে গিয়ে দেখা বীরগঞ্জ উপজেলার শিবরামপুর, পলাশবাড়ী, শতগ্রাম,পাল্টাপুর,সুজালপুর, নিজপাড়া,মোহাম্মদপুর,সাতোর, মোহনপুর, মরিচা ইউনিয়নসহ প্রত্যন্ত গ্রামের বিভিন্ন এলাকায় চলছে মাছ মারার উৎসব।